আমার সংগ্রহ

↑ Grab this Headline Animator

৩০ টি প্রয়োজনীয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিপস্


সার্চ ইঞ্জিন যাতে আপনার সাইটটিকে সহজে খুজে পায় তার জন্য কিছু কিছু কাজ করতে হবে আপনাকে। এখানে তুলে ধরা হলো-
০১. আপনার ব্লগের/লিখিত বিষয়ের শিরোনামটি এমন ভাবে দিন যাতে সহজেই সার্চ ইঞ্জিন আপনার সাইট খুজে পায়। ট্যাগের শব্দগুলো যেন শিরোনামে থাকে এই ব্যবস্থা করুন।

০২. প্রতিটি পেজে ভিন্ন ভিন্ন মেটা ভিন্ন ভিন্ন মেটা ব্যবহার করুন।
০৩. টেবিল ব্যবহার না করে css ব্যবহার করুন।
০৪. কী ওয়ার্ডগুলো h1 ট্যাগের মধ্যে শিরোনামে ব্যবহার করুন।
০৫. আপনার সাইট ম্যাপ দেখান যেমন-Home >> Service >> SEO
০৬. লিংক গুলো ছবি না দিয়ে টেক্সটে দিন।
০৭. নেভিগেশন লিংকে কীওয়ার্ড ব্যবহার করুন।
০৮. ফাইলের, ছবির, লিংকের নামে কীওয়ার্ড ব্যবহার করুন।
০৯. ভাল মানের লিঙ্ক ব্যবহার করুন।
১০. প্রথম দিকে আপনার সাইটে বেশি বেশি লিংক ব্যবহার বর্জন করুন।
১১. কোন লিংকের সাথে আপনার মতামত বা রিভিও দিন।
১২. আপনার সাইটর ছবি ও লগোর সাথে আপনার কীওয়ার্ড ব্যবহার করুন।
১৩. ভিন্ন ভিন্ন ফাইলে জাস্ক্রিপ্ট ও css ব্যবহার করুন।
১৪. আপনার সাইটে robots.txt ফাইল যুক্ত করুন।
১৫. গুগল সাইটম্যাপ তৈরী করুন।
১৬. ব্লগ ও ফোরামে যোগদিন, সেখানে আপনার সাইটের উল্লেখ করুন।
১৭. বিভিন্ন ডিরেক্টরীতে লিঙ্ক সাবমিট করুন।
১৮. ফিড তৈরী করুন।
১৯. গুগল এনালাইসিস দিয়ে আপনার সাইটের রিপোর্ট দেখুন।
২০. আপনার লখার বিষয় বস্তুকে বড় ও কীওয়ার্ড সমৃদ্ধ করুন।