বিদ্যুৎ সাশ্রয়ে শুধু সরকারের সময় পরিবর্তন করলেই চলবেনা, প্রয়োজন সচেতনতা। কয়েকটি অপচয়ের খাতের কথা উল্লেখ করলাম। আশা করি আমরা সবাই বিদ্যুৎ সাশ্রয়ে যত্নবান হবো।
- ০১. কাজ না থাকলে আপনার কম্পিউটার / ল্যাপটপ বন্ধ রাখুন।
- ০২. চার্জ শেষ হলে মোবাইল ফোন চার্জার খুলে রাখুন।
- ০৩. অব্যবহৃত ঘরের লাইট বন্ধ করে রাখুন। আলোর সমস্যা হলে দিনের আলো ব্যবহার করার জন্য জানালার পর্দা খুলে দিন।
- ০৪. হিটার, ওভেন ব্যবহার পরিহার করুন বা ব্যবহারে মিতব্যয়ী হোন।
- ০৫. পাওয়ার সেভার লাইট ব্যবহার করুন।
- ০৬. পরিবেশটা ঠান্ডা মনে হলে আপনার এসি বন্ধ রাখুন।
- ০৭. আমরা অনেকেই টেলিভিশন চালু করে ঘর ত্যাগ করি। অন্যরাও দেখে না অথচ চলছে তো চলছেই... তাই টিভি না দেখলে শুধু শুধু ছেড়ে রাখবেন না।
- ০৮. এসি চালু অবস্থায় দড়জা, জানালা বন্ধ রাখুন।