আজ ডে অফ
আজ আমার ডে অফ। সারা দিন বৃষ্টি হলো। বাসায় বসে সারা দিন জানালার দিকে তাকিয়ে থাকি। একটু বসি একটু শুয়ে সময় কাটাই। এভাবে অনেকটা সময় কেটে গেছে জীবনে। ২০০০ সাল থেকে ইন্টার পাসের পর থেকেই ঘর ছাড়া। দশ বছর হলো।ঘরে ফেরা হলো না, আমার। অনার্সের সময়টাতে বিভিন্ন মেসে থেকেছি, ব্যাচেলর বলে ভাল কোন বাড়িতে আমাদের ঠাইও হয় নি।জীবন চলে যাচ্ছে এক উদ্ভট নিয়মে।নি:স্ব ব্যক্তি বলতেই ভেবে ভেবে দিন কাটে যায়।
অনলাইনের অনকের সাথে নিজের সত্যিকার পরিচয় দিতে পারি না। অনলাইনের অনেকে আমাকে যতটা ভাল, আর মেধাবী ভাবে আমি আসলে ততটা না। তাই নিজের ছবিটা পর্যন্ত দিতে না রাজ। ইদানিং দূ:খ টা দারিদ্রতার চাইতে বেশি আঘাত করছে।
ইদানিং বেশ কিছু পোস্টও করেছি-(১ ২ ৩) ইংরেজীতে। সেখানে হয়তো এ সব কথার কিছু আভাশ পাওয়া যাবে।শব্দ বেচে খাওয়ার চেস্টা আর কি!!!
বিভাগ: প্রতিদিন