আমার সংগ্রহ

↑ Grab this Headline Animator

গুগল প্যাজ রেঙ্ক কমে যাওয়া

অনেক দিন বাংলায় এখানে লেখা হয় না। সাইটটির প্যাজ রেঙ্ক ২ উঠেছিল। লেখার পরিমান কমে যাওয়ায় ওরা আমার সাইটের দাম কমিয়ে দিয়েছে। কিছু দিন আগে ১ এ নেমে গিয়েছিল, তার পর এখন আর রেংকের হদিস নাই। বাংলা ভাষাভাষী পঠকের সংখ্যা খুব কম। তাই দিন দিন ভিজিটও কমছে।
তবে কিছুদিন আগে IELTS এর উপর একটি সাইট বানিয়ে লেখা শুরু করলাম ,সেখানেও অনেকদিন লিখছি না কিন্তু তার পেজের দাম তো কমছে না। তার একটা করন সম্ভবত: সেখানে ভিজিটর কমে নি বরং দিন দিন বাড়ছে। অথবা তার ব্যাকলিংক বেশি। যাই হোক না কেন, নিয়মিত ভিজিটর আসাটাই প্রয়োজনীয়।পেজরেংকের দিকে এত নজরদিলে, সার্চ ইঞ্জিনের দিকে এত কথা বললে আসল কথা বলবো কখন?

আসলে সার্চ ইঞ্জিনের কাজ হলো সাইটের দিকে নজর দেয়া, আমাদের কাজ লেখালেখি করা।
প্রতি দিন পাঁচটা লেখা দিতে পারলে, এক বছর কাজ করলে তার আর চাকরী করা লাগে না- এটাই মনে হচ্ছে, এখন।