আমার সংগ্রহ

↑ Grab this Headline Animator

ভিন্নভাবে লেখালেখি অন্যের কলম দিয়ে লেখা

একটু ভিন্নভাবে লেখা লেখিটাকে দিখতে গিয়ে বেশ কিছু জিনিস দেখা হলো। অনলাইনে লেখালেকির সাথে জরতি থাকার কারনে অফলাইনের অনেক ভাল ও মেধার সাথে পরিচয় হচ্ছে না। কিছু দিন আগে কয়েকজন কবি আর প্রশাকের সাথে কথপোকথনে ব্যাপারটা আরও পরিষ্কার হলো। অনলাইনে তাদের লেখাগুলো আসলে আমাদের সাহত্যভান্ডারের একটি স্থিতিশীলতা আসতে পারে এ বেপারটা তাদের বুঝাতে চাইলাম। অনেকে অনেক অনুপ্রানিত হলো।

কবি "কালাম ফয়েজী"র একটা বই বেরিয়েছে "শ্রেষ্ঠ বাঙালী" তার এ বইটি আনলাইনে প্রকাশ করাররও অনুমোতি পেয়ে গেলাম। তিনি কোন সুবিধা নিতে রাজী হন নি। সে বিনা স্বার্থে আমাকে এটা প্রদান করবেন। আমি হয়তো সামনের দিনগুলোকে নিজের লেখা শেয়ার করার চাইতে অন্যের জ্ঞান ভান্ডার খুজে খুজে এনে প্রকাশ করার বেপারে বেশী মনোযোগী হবো।
কয়েক জন প্রকাশকের সাথে আলাপ করেও জানতে পারলাম যে অফলাইনের লেখাগুলো অনলাইনে আসলে আমাদের সাহিত্যভান্ডার বিশাল সমৃ্ধ হবে। দেখা যাক কিভাবে এগিয়ে যেতে পারি। এ বইগুলো প্রকাশ করার জন্য একটি প্লাটফর্মও বানিয়ে ফেলেছি। সবার দোয়া কমনা করছি।