আজকের আলোচনার বিষয়:
১.টোকেন
২.কী ওয়ার্ড ও আইডেন্টিফায়ার
৩. কনস্ট্যান্ট
এই অধ্যায়টি অনেকটা ইংরেজী parts of speech এর মতো। তাই যারা সি শিখতে চান তারা মনোযোগ দিন।
সি টোকেন
প্রগ্রামিং ভাষায় ব্যবহার করা অর্থবোধক শব্দাংশকে টোকেন বলে।
টোকেনগুলো কয়েকটি ভাগে ভাগ করা হয়-
1. Keyword
2. Identifier
3. Constant
4. Operator
5.Special Symbol
1. Keyword: সব কী ওয়ার্ডএরই সুনির্দিস্ট অর্থ আছে।এগুলো সি প্রগ্রামের নিজস্ব । নিচের টেবিলে কীওয়ার্ডগুলো দেয়া হলো-
|
|
|
|
২. Identifier: প্রগ্রামারের দেয়া নাম হলো Identifier. যাচ্ছে তাই নাম দিলেই হবে না কিন্তু। নাম দিতে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে।
যেমন-
১. ছোট বা বড় যেকোন অক্ষর দিতে পারেন, সমস্যা নেই।
২. আন্ডারস্কোর দিতে পারেন তবে নামের মাঝে space দিতে পারবেন না।
৩. প্রথম অক্ষর সংখ্যা দেয়া যাবে না।
৪. Keyword এর নাম কোন Identifier কে দেয়া যাবে না।