ব্লগস্পটে অনেকেই ব্যক্তগত বাংলা ব্লগ সাইট খুলেছেন। ব্লগস্পটে বাংলা ব্লগের মূল সমস্যা হচ্ছে-ফন্টসাইজ ছোট এবং সোলাইমান লিপি ফন্ট টেমপ্লেটে না থাকার কারনে অসুন্দর লাগে। সেই সাথে অনেক টেমপ্লেটেই স্ক্রিনের মাঝে ছোট অংশে থাকে যা বাংলার জন্য (আমার কাছে) সুন্দর নয়।
কয়েকটি টেমপ্লেট থেকে জোড়া তালি দিয়ে, ফন্ট পরিবতর্ন করে একটি বাংলা স্ট্যান্ডার্ড লে আউট তৈরী করেছি। প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
ডাউনলোড লিংক
ডেমো লিংক
লেআউটের ছবি
ডেমো ছবি
ব্লস্পটের বাংলা টেমপ্লেট